খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: মালটা’র শুটিং করতে ১০ নভেম্বর ঢাকা ছাড়েন ববি। কথা ছিল ১২ নভেম্বর থেকে মালটার বিভিন্ন লোকেশনে শুটিং করবেন। কিন্তু তা আর হলো না। ঝামেলা তৈরি হলো মালটা বিমানবন্দরেই। ইমিগ্রেশনেই ইউনিটের সঙ্গে অপেক্ষা করতে হলো ২৭ ঘণ্টা। নিজের কাগজপত্র ঠিক থাকলেও ইউনিটের যন্ত্রপাতি নিয়ে জলঘোলা করল বন্দর কর্তৃপক্ষ।
ববি বলেন, ‘এমনিতেই বিমান ভ্রমণ আমার ভালো লাগে না। সারাক্ষণ মাথাব্যথা করে। এর মধ্যে ২৭ ঘণ্টার এমন বাজে অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। ১২ নভেম্বর থেকে শুটিং করার কথা থাকলেও ক্যামেরা ওপেন হচ্ছে আজ।’ ‘মালটা’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা বৎসল শেঠ। আরো আছেন গুলশান গ্রোভার।