Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রী আলেয়া খাতুনকে (৪০) গলা কেটে হত্যা করেছেন তার স্বামী রহমত আলী।
রবিবার ভোরে ওই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পরকীয়ার মিথ্যা অভিযোগ তুলে আলেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন স্বামী রহমত।
রহমত আলীর মেয়ে রহিমা খাতুন জানায়, রাতে হঠাৎ শব্দে ঘুম ভেঙ্গে যায়। এসময় সে দেখে তার বাবা অস্ত্র হাতে নিয়ে বের হয়ে যাচ্ছে আর ঘরের মেঝেতে তার মা’র রক্তাক্ত লাশ পড়ে আছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।