Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : অফিসে তেমন সাড়া না ফেললেও, পুরুষ মনে বেশ জাঁকিয়েই বসেছিল জুলি। তাইতো সেই কবে থেকে সিনে-প্রেমীরা অপেক্ষা করছে জুলির। কিন্তু এবার প্রতীক্ষার দিন শেষ হতে চলেছে। তৈরি হচ্ছে ‘জুলি-টু’। তবে এবার নেহা নয় জুলির চরিত্রে দেখা যাবে দক্ষিণের নায়িকা রাই লক্ষ্মীকে।
ছবিতে রয়েছে বিকিনি সিন। কিন্তু সাইজ জিরো হতে চান না নেহা। সেক্সি হওয়ার জন্য শরীরের ওজন একেবারে কমিয়ে ফেলার পক্ষপাতী নন। কিছুদিন আগে নায়িকা প্রকাশ্যে জানিয়েছিলেন, রোগা হয়ে, সাইজ জিরো হতে তাঁর বেজায় আপত্তির কথা। তারপরই নাকি ধুপিয়াকে ছেঁটে ফেলা হয়েছে ‘জুলি ২’ থেকে। অনন্ত নেহা ধুপিয়া নিজের ঘনিষ্ঠ মহলে এমনটাই বলছেন।
২০০৪-এর পর ‘জুলি’ সিক্যুয়ালের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক দীপক এস শিবদাসানির। নির্দেশকের কথায়, ‘রাইকে প্রথমবার দেখা যাবে বিকিনিতে। সে এই চরিত্রে অভিনয় করার জন্য ১৫ কেজি ওজনও কমিয়েছে। আশা করছি দর্শকদের এই ফিল্ম ভাল