Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : আগেই ঘোষণা দিয়েছিলেন চলতি মৌসুম শেষে সব ধরণের ফুটবল থেকে অবসর নেবেন। শেষ পর্যন্ত নিউইয়র্ক কসমসকে শিরোপা জিতিয়ে সব ধরণের ফুটবল থেকে অবসর নিলেন জীবন্ত কিংবদন্তি রাউল গঞ্জালেস। লিগের শেষ ম্যাচে ওট্টাওয়া ফারিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে নিউইয়র্ক কসমস।
১১ দলের এনএএসএল-এ ১০ ম্যাচে ৫ জয় ও ৫ ড্র’তে শিরোপা নিশ্চিত করেছে তারা। একমাত্র দল হিসেবে চলতি মওসুমে তারা এক ম্যাচও হারেনি। এই লিগে যুক্তরাষ্ট্রের ৯ ও কানাডার ২টি দল খেলে। পূনর্গঠনের পর ২০১১ সাল থেকে শুরু হয়ে এই লিগ। এর আগে নিউইয়র্ক একমাত্র শিরোপা জেতে ২০১৩ সালে। পাঁচ বছরের লিগ ইতিহাসে সর্বোচ্চ ২ বারের শিরোপাজয়ী তারা।
২১ বছরের ফুটবল ক্যারিয়ারের এটি রাউলের ২২তম শিরোপা। ১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের ১৬ বছরের ক্যারিয়ারে তিনি ৩ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৬ স্প্যানিশ লা-লিগা ও ৪ কোপা দেল রে’র শিরোপা জেতেন। এরপর জার্মানির ক্লাব শালকা জিরো ফোর ও কাতারের আল সাদ ঘুরে গত বছর নিউইয়র্ক কসমসে যোগ দেন তিনি। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৭১ গোল নিয়ে দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতার স্থানটি ধরে রেখেছিলেন তিনি। কিন্তু চলতি মৌসুমে সে রেকর্ড বেঙে দিয়েছেন তারই রিয়াল মাদ্রিদের উত্তরসূরি ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া তার করা রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ ৩২৩ গোলের রেকর্ডও ভেঙেছেন রোনালদো।