খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : গত কয়েকদিন যাবত প্রায় প্রতিদিন আমরা মঙ্গলের নতুন নতুন ছবি দেখতে পাচ্ছি। আর প্রতিদিনই এই লাল গ্রহের প্রতি আমাদের বেশ ভীতিকর দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। সর্বশেষ এটি দৃশ্যত গ্রহের পৃষ্ঠে বসবাস করছে একটি দৈত্য মাউস।
আর্ট এলিয়েন টিভি মঙ্গল গ্রহে একটি বিশাল আকারের ইঁদুর দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। সেখানে বলা হয়, ‘এটা একটা দৃষ্টিবিভ্রম হতে পারে কিন্তু এর বড় কান, নাক এবং দৃশ্যমান চোখ দেখা যাচ্ছে। এটি দেখতে ইঁদুরের মতই মনে হচ্ছে।’
অবশ্যই মঙ্গল গ্রহে বিভিন্ন ধরণের অনেক বেশ ভাল আকৃতির শিলা রয়েছে, কিন্তু আমরা একটি বড় ইঁদুরের আকৃতি সেখানে দেখতে পেয়েছি।–সূত্র: মেট্রো।