Sat. Oct 18th, 2025
Advertisements

30খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: ফ্রান্সের প্যারিসে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পরপরই শহরটিতে থাকা ফেইসবুক ব্যবহারকারীরা নিরাপদে আছে কি না তা জানতে ‘সেফটি চেক’ ফিচার চালু করে ফেইসবুক কর্তৃপক্ষ।
অনেক ব্যক্তিই ফিচারটি কাজে লাগিয়ে বন্ধু বা প্রিয়জনকে তাদের নিরাপদে থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন। প্যারিসে হামলার আগের দিনেই লেবাননের বৈরুতে বোমা হামলায় মারা যায় ৪০ জন। তবে বৈরুতে বোমা হামলার পর ‘সেফটি চেক’ ফিচারটি চালু করেনি ফেইসবুক। তাই ফেইসবুক জুড়ে অসংখ্য ব্যবহারকারী প্রতিষ্ঠানটির এ কার্যক্রমের সমালোচনা করতে থাকে।
বিষয়টি নজর এড়ায়নি ফেইসবুক কর্তৃপক্ষের। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, “অনেকেই জানতে চেয়েছে প্যারিসের ঘটনায় কেন ‘সেফটি চেক’ ফিচার চালু করা হলো, বৈরুত বা অন্যান্য স্থানের ক্ষেত্রে কেন এমনটি করা হলো না। এক দিন আগে পর্যন্ত আমাদের পরিকল্পনা ছিল শুধু প্রাকৃতিক দুর্যোগের সময়ই চালু করা হবে ফিচারটি। আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আগামী দিনে বিভিন্ন মানুষসৃষ্ট দুর্যোগেও ফিচারটি চালু করা হবে।