Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: চট্টগ্রামের বাকলিয়া থেকে নাশকতা মামলার পলাতক আসামি জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- বলিরহাট ইউনিট জামায়াতের সভাপতি আলী আকবর (৫০) ও কালামিয়া বাজার ইউনিটের সভাপতি ইমাম হোসেন (৪২)।
মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানির দিন মঙ্গলবার তার মুক্তির দাবিতে নগরীতে মিছিল করে জামায়াতশিবির। দলের কর্মীরা বিভিন্ন গণমাধ্যমে মিছিলের ছবিও পাঠায়।
“মিছিলের ওই ছবি দেখে কালামিয়া বাজার থেকে ইমামকে ও বলিরহাটে নিজের বাসা থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়।”
আকবরের বাসা জামায়াতে ইসলামীর কার্যালয় হিসেবে ব্যবহার হতো জানিয়ে তিনি বলেন, “বাসাটি থেকে বিভিন্ন ধরনের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার হয়েছে।”
এছাড়া সীতাকুণ্ড ও লোহাগাড়া থেকে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান জানিয়েছেন।