খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫:তোফাজ্জল হোসেনঃ নরসিংদীতে আবু কাউছার নামের এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের সাটিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু কাউছার নরসিংদী চৌয়ালা এলাকার কাউছার টেক্সটাইল মিলের মালিক ও শহরের সাটিরপাড়া কুমিল্লা কলোনী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ী আবু কাউছার গতকাল বিকেল চারটার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা নিয়ে রিকশা করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল পৌনে পাঁচটায় তাঁকে বহনকারী রিকশাটি সাটিরপাড়া তিন রাস্তার মোড়ে পৌঁছলে তিন চার জনের একদল ছিনতাইকারী গতিরোধ করে। ওই সময় ছিনতাইকারীরা ব্যবসায়ী কাউছারের দিকে আগ্নেয়াস্ত্র তাঁক করে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাঁর পেটে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। ওই সময় কাউছার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্র্র্র্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা সংকটাপন্ন দেখে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এদিকে ব্যবসায়ীকে গুলি করার প্রতিবাদে আধঘন্টা চৌয়ালা শিল্প এলাকার মালিক ও শ্রমিকরা ঢাকা-নরসিংদী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।
হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক বলেন, ‘আহত কাউছার পেটে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তা (গুলি) পেট ও পিঠ ছিদ্র করে এফোড় ওফোড় হয়ে যায়। তার শরীর থেকে ব্যাপক রক্তপাত হওয়ায় অবস্থা খুবই সংকটাপন্ন।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম বলেন, ‘এ ঘটনায় ছাদু মিয়া ওরফে বাবু মিয়া (২২) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিল কিন্তু পুলিশের ঘটন্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়। তাই অবরোধ করতে পারেনি। বাকিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।’