খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর তার বাবার বিরুদ্ধে দেয়া মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘রায়ে আমরা হতাশ, অভিযোগের প্রমাণ মেলেনি, তারপরও ফাঁসি বহাল থাকলো। এতদিন আইনি প্রক্রিয়া চলছিল। তাই প্রাণভিক্ষার বিষয়ে ভাবা হয়নি।’ বাবার সঙ্গে সাক্ষাতের পর প্রাণভিক্ষার ব্যাপারে আমরা সিদ্ধান্ত হবে।
আজ বুধবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুজাহিদের ছেলে সাংবাদিকদের বলেন, ‘পরিবারের পক্ষ থেকে বাবার (মুজাহিদ) সঙ্গে দেখার করার চেষ্টা করা হবে। তার ইচ্ছার কথা জানালেই কেবল এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’ এ ব্যাপারে এখনও পরিবারের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান মুজাহিদের ছেলে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মৃত্যুদণ্ডই বহাল রইলো।