খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : তালাক নিয়ে বাঙালি সমাজেও নানাবিধ জটিলতা দেখা যায়। স্বামী-স্ত্রী উভয়ের সম্মতি নিয়েই তৈরি হয় সমস্যা। একজন রাজি থাকলে অন্যজন তা চায় না। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের উপর নির্যাতন বিষয়টি অনেকটাই খাপছাড়া লাগে। অথচ দক্ষিণ কোরিয়ায় ডিভোর্সকে কেন্দ্র করে এমন ঘটনারই খবর পাওয়া গেছে।
স্ত্রীকে ডিভোর্স দিতে চাচ্ছিলো না স্বামী। অপরদিকে যেকোনো প্রকারে ডিভোর্স চায় স্ত্রী। শেষ পর্যন্ত ডিভোর্স পেতে স্বামীকে ঘরে আটকে রেখে টানা ২৯ ঘণ্টা ধরে ধর্ষণ করলেন শিম নামে ৪০ বছর বয়সী স্ত্রী! এর আগে স্বামীকে ওষুধ খাইয়ে অচেতন করে শিম।
স্বামীকে ধর্ষণের অভিযোগে ইতোমধ্যেই শিমকে গ্রেফতার করেছে পুলিশ। শিমের সঙ্গে তার স্বামী কিমের বহু দিন ধরেই ঝামেলা চলছিল। ডিভোর্সের জন্যও স্বামীকে চাপ দিচ্ছিলেন শিম। কিন্তু কিছুতেই তাকে ডিভোর্স দিতে রাজি হননি স্বামী। সে কারণেই ডিভোর্স পেতে অভিনব ছক কষেন ওই মহিলা।
এর পরেও স্বামী তাকে ডিভোর্স দিয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে গ্রেফতার হওয়ায় আপাতত স্বামীর থেকে আলাদাই রয়েছেন শিম।