খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : জাস্টিন বিবারের সঙ্গে সেলফি তুলতে চান? ভাবছেন এ-ও কি সম্ভব! অবশ্যই সম্ভব। তবে এর জন্য আপনাকে খরচ করতে হবে দুই হাজার আমেরিকান ডলার [বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ৫৫ হাজার]। যেতে হবে সিয়াটলে।
৯ মার্চ এই পপ তারকার ‘ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট হবে সেখানে। কেবল সেলফিই নয়, চাইলে যে কেউ গ্রুপ ছবিও তুলতে পারবে। এর জন্য খরচ করতে হবে ৯২৭ ডলার [প্রায় ৭২ হাজার টাকা]। এই ইস্যুতে টুইটারে বিবার ভক্তরা এখন মেতে রয়েছে। ‘জাস্টিসফরব্র“কলিবারস’ হ্যাশট্যাগ দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে কেউ কেউ।
ডায়ান নামের এক তরুণী লেখেন, ‘আমার মাও জাস্টিনের ভক্ত। কিন্তু একটা সেলফির জন্য কিছুতেই এতগুলো টাকা দেবেন না।’ আরেক ভক্ত লেখেন, ‘১০ সেকেন্ডের জন্য দুই হাজার ডলার! টাকার অপচয় ছাড়া আর কিছুই না।’
আয়োজকদের একজন বললেন ভিন্ন কথা, ‘সারা পৃথিবীতে বিবারের অসংখ্য ভক্ত। যেকোনো মূল্যে তারা এই তারকার সঙ্গে সেলফি তুলতে চায়। আমরা তাদের সেই ইচ্ছা পূরণের ব্যবস্থা করেছি মাত্র।’ তবে ২১ বছর বয়সী জাস্টিন বিবারের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।