খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : ফুটবল ম্যাচের হিসাবে স্রেফ ৩ পয়েন্টের একটি ম্যাচ। কিন্তু রাজনৈতিক ইস্যু সামনে আনলে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দ্বৈরথ মাঠ পেরিয়ে কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের অন্যতম বড় মঞ্চ। মাঠের ফুটবল দিয়ে কাতালানরা স্প্যানিশ রাজধানীকে জবাব দিয়ে এসেছে সব সময়। রিয়ালই বা সেটি মেনে নেয় কিভাবে! স্পেনের ‘প্রতীক’ হিসেবেই যে ধরা হয় ‘মাদ্রিদের অভিজাত’দের।
জাতিগত বৈষম্যের সঙ্গে যোগ করুন আলফ্রেদো দি স্তেফানোর দলবদলের ঘটনাটি। ক্ষমতার দাপটে জোর করে আর্জেন্টাইন কিংবদন্তিকে রিয়াল দলে ভিড়িয়েছিল বলে এখনো বিশ্বাস করে কাতালানরা। ‘লস ব্লাঙ্কোদের’ বিপক্ষে বার্সেলোনার দ্বৈরথ কি আর তাই মাঠের ৯০ মিনিটে বন্দি থাকে, সেটি হয়ে ওঠে আত্মসম্মান আর মর্যাদার লড়াই। মহাকালের ক্যালেন্ডারের পাতায় বছর বদলালেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মুখোমুখি লড়াইয়ের চিত্রটা তাই বদলায়নি এতটুকু। বরং ইউরোর ঝনঝনানিতে ধ্রুপদী লড়াইটি হয়েছে আরো আকর্ষণীয়, আরো রোমাঞ্চকর। আজও উত্তেজনা-রোমাঞ্চের ডালি সাজিয়ে রেখেছে সান্তিয়াগো বার্নাব্যু। যেখানে পায়ের ফুটবলে অতীতের হিসাব আর বর্তমানের দায় মেটানোর মিশন নিয়ে নামছে রিয়াল-বার্সা।
দায়টা রিয়ালের বেশি। আগের ম্যাচেই যে মৌসুমে প্রথম হারের তিক্ততার সঙ্গে শীর্ষস্থান হারিয়েছে তারা বার্সেলোনার কাছে। আজ সেই কাতালান ক্লাবের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ জিতে দায়টা তো শোধ করতেই হবে রিয়ালের। তা না হলে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান বাড়বে আরো। বার্নাব্যুর ম্যাচের আগে লা লিগার পয়েন্ট টেবিলের ছবিটা এমন-১১ রাউন্ড শেষে ৯ জয় ও দুই হারে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর সমান ম্যাচে সাত জয়, তিন ড্র এবং এক ম্যাচ হেরে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। মানে আজকের ম্যাচে ৩ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামতে যাচ্ছে ‘মাদ্রিদের অভিজাতরা’। অতীতের হিসাব তাই বাদ দিন, চলতি লিগ মৌসুমের হিসাবে ম্যাচটি জেতা খুবই জরুরি রিয়ালের।