খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : লড়াইটা দুদলের মর্যাদারও বটে। আর তাই ফুটবল বিশ্বের অপেক্ষার অবসান ঘটিয়ে আত্মমর্যাদার লড়াইয়ের ‘এল ক্লাসিকোতে’ রাতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ দুই জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।
শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোর এ ম্যাচটি শুরু হবে।
মাঠে নামার আগে দুই দলেই চোটের সংশয় বিরাজ করছে। তবে এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, গ্যারেথ বেল, সুয়ারেজ, হামেস রদ্রিগেজ, করিম বেনজেমারা বেশ ফুরফুরে মুডেই রয়েছে। কিন্তু অনেকটাই শঙ্কায় আছেন কাতালানদের প্রাণভোমরা লিওনেল মেসি।
এদিকে চোট কাটিয়ে দলের সঙ্গে ফিরেছেন ইভান রেকিতিচ। আর দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার এবং উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। ব্রাজিলের সেরা ফরোয়ার্ড নেইমার কাতালানদের হয়ে ১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। আর ১৭ ম্যাচ থেকে নেইমারের সমান ১৩টি গোল করেছেন সুয়ারেজও।
রিয়ালের সেরা তারকাদের ঘরের মাঠে নামার সম্ভাবনা বেশি। চোট কাটিয়ে ওয়েলস তারকা গ্যারেথ বেল আর করিম বেনজেমা দলের অনুশীলনে ফিরেছেন। দলের কাণ্ডারী ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে কিছুটা ছন্দপতন ঘটলেও বিশ্বসেরা এ স্ট্রাইকারের ঘরের মাঠে জ্বলে উঠতে হয়তো এতটুকুও সময় লাগবে না।
লিওনেল মেসিকে নিয়ে সংশয় থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, গ্যারেথ বেল, সুয়ারেজ, হামেস রদ্রিগেজদের মতো বিশ্বতারকারা যে বার্নাব্যুর এল ক্লাসিকোতে মাঠে থাকবেন এটা নিশ্চিত করেই বলা যায়। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ ছাড়া বিশ্বসেরা এত সব খেলোয়াড়ের মেলা বর্তমান ক্লাব ফুটবলের আর কোনো দ্বৈরথে দেখা পাওয়া কঠিন।
আর তাই বরাবরই এল ক্লাসিকোকে ঘিরে ফুটবল বিশ্বে বাড়তি উত্তেজনা বিরাজ করে। আজকের ম্যাচে উত্তেজনার পারদ কতটা ওঠা-নামা করছে বার্নাব্যুর গ্যালারির দিকে তাকিয়ে নিশ্চিত করেই তা বলে দেয়া যায়।