Fri. Sep 19th, 2025
Advertisements

55খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : ১৮৫৯ সালে পেনসিলভানিয়াতে উদ্ভাবিত হয় ভেসলিন। পেট্রোলিয়াম জেলির ব্যবহার শুরু হয় প্রথমত কাটাছেঁড়া ও পোড়া নিরাময়ের জন্য। আমরা শীতে সাধারণত ত্বকের সুুরক্ষায় ভেসলিন ব্যবহার করি। কিন্তু এর কিছু ভিন্নধর্মী ব্যবহার চমকে দিবে আপনাকে।
চলুন জেনে নিই পেট্রোলিয়াম জেলির কিছু ভিন্ন ব্যবহার।
১। আটকে যাওয়া নেইলপলিশ এর মুখে ভেসলিন লাগিয়ে নিলে নেইলপালিশের মুখ আর আটকে যাবেনা।
২। সামান্য ভেসলিন আপনার শরীরে (যেখানে বডি স্প্রে লাগাবেন) লাগিয়ে তারপর স্প্রে ব্যবহার করুন। ভেসলিন স্প্রে এর ঘ্রাণকে শোষণ করে রাখে যা অনেকক্ষণ স্থায়ী হয়।
৩। আঙ্গুলে আংটি আটকে গেলে পেট্রোলিয়াম জেলি লাগান, আংটি বের করা সহজ হবে।
৪। আপনার চামড়ার জুতা পরিষ্কার করে ভেসলিন লাগালে জুতাটি নতুনের মত চকচক করবে।
৫। ঘরের অথবা আলমারির দরজার চিঁ চিঁ শব্দ বন্ধ করার জন্য ভেসলিন লাগান, দেখবেন শব্দ বন্ধ হয়ে যাবে।
৬। চুলে রঙ করার সময় যাতে ত্বকে রঙ না লাগে সেজন্য চুলের নিচে ত্বকের খোলা অংশে ভেসলিন ব্যবহার করুন।
৭। নখে নেইলপলিশ দেবার সময় নখের চারপাশে ভেসলিন লাগিয়ে নিন, রঙ ছড়াবেনা।
৮। চোখের আলগা পাপড়ি খোলার জন্য কটন বাডে ভেসেলিন লাগিয়ে আইল্যাশের উপরে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। সহজেই আলগা পাপড়ি খুলে আসবে।
৯। মাশকারা ছাড়া চোখের পাপড়ি ঘন ও উজ্জ্বল করতে পারে ভেসেলিন।
১০। ঠোট, হাত ও পায়ের ফাটা রোধ করার জন্য নিয়মিত ভেসেলিন লাগান।
১১। কানের দুল পরতে সমস্যা হলে কানের লতিতে কিছুক্ষণ ভেসেলিন লাগিয়ে ব্যথা পাবেন না।