খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: দাম্পত্য কলহে স্বামী আত্মহত্যা করেছেন। এদিকে স্ত্রীকে জেল পুলিশের ভয় দেখিয়ে ২দিন আটকে রেখে ধর্ষণ করেছেন গ্রামের এক ইউপি সদস্য।
এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার উৎরাইন গ্রামে। এ ঘটনায় ধর্ষিতা নারী বাদী হয়ে শনিবার বিকেলে ২ জনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল ওহাবকে আটক করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার উৎরাইন গ্রামের সাগর হোসেন গত ১৪ নভেম্বর বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশের ভয় দেখিয়ে একই গ্রামের ইউপি সদস্য আব্দুল ওহাব পাশের পাহাড়পুর গ্রামের আবদুল আলীমের বাড়িতে নিয়ে ২দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূ কৌশলে পালিয়ে আসেন।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে পুলিশ শুক্রবার রাতে ইউপি সদস্য আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে।