Mon. Sep 22nd, 2025
Advertisements

48 সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: অ্যাকাউন্টে চলে এল মেয়ের পাঠানো নগ্ন ছবি। এমনই ঘটনা ঘটল আমেরিকায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহার এখন বেশ জনপ্রিয়। কিন্তু এগুলিতে অতিরিক্ত সক্রিয়তা বা এর ভুল ব্যবহার কখনও কখনও বিড়ম্বনার কারণ হয়ে উঠতে পারে। ফেসবুক, ট্যুইটার, ইন্স্টাগ্রামের মতো সাইটের মাধ্যমে বিভিন্ন তথ্য, ছবি,ভিডিও আদানপ্রদান করেন গ্রাহকরা। আর তা করতে গিয়ে চরম অস্বস্তির মুখে নিজেকেই ফেলে দিলেন ক্যালিফোর্নিয়ার এক তরুণী। কলেজ পড়ুয়া ওই মেয়ে ভুল করে বাবাকে নিজের নগ্ন ছবি পাঠিয়ে দিলেন।
ওই তরুণী নিয়মিত তাঁর বন্ধুকে নিজের নগ্ন ছবি পাঠাতেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। আর এই সাইটগুলির ব্যবহারে তিনি যথেষ্ট সময়ও ব্যয় করতেন। আর এই অতি-সক্রিয়তাই শেষমেষ বিপাকে ফেলল তাঁকে।
জানা গেছে, তাঁর বাবাই তাঁকে ওই ছবি পাঠানোর ব্যাপারটি বলেন। কিন্তু তখনও তো সবকিছু হাতের বাইরে চলে গিয়েছে।