Fri. Sep 19th, 2025
Advertisements

64
খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজকর্মী মরহুম গোলাম আকবর চৌধুরীর পরিবারের সদস্যদের সহানুভূতি জানাতে আজ তার গুলশানের বাসভবনে যান। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী আজ সকালে নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গোলাম আকবর চৌধুরীর বাসভবনে যান এবং কিছু সময় সেখানে অবস্থান করেন। শেখ হাসিনা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ পরিবারের শোকাহত সদস্যদের সহানুভূতি জানান এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
গোলাম আকবর বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে আজ সকাল ১০টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা এবং বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তার মেয়ে শামা রহমান দেশের একজন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী।