Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: একেই বলে ডিট্টো কপি। হুবহু কিম কারদাশিয়ানের মতো বিকিনি লুক নিয়ে হাজির বলিউডের সেক্স ডিভা সানি লিওনে। হলিউডের রিয়েলিটি টিভি স্টার কিমের সেক্সি লুক নিয়ে ভক্তদের ফ্যাণ্টাসির শেষ নেই। সেই উত্তেজনায় পারদ চড়িয়ে এবার কিমকে নকল করে সানি লিওনের আবির্ভাব। আপকামিং সেক্স কমেডি ‘মস্তিজাদে’-র জন্য নিউ লুকে সানি লিওনের বিকিনি প্রদর্শন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছে। সুইমিং পুলের ধারে নিওন রঙের বিকিনিতে লাস্যময়ী সানি, যাকে বলে ‘টু মাচ হট’! ‘মস্তিজাদে’-ছবিতে লিলি এবং লায়লা নামে ডাবল অবতারে প্রাক্তন পর্ন সুপারস্টার।
সানির স্টাইলিস্ট হিতেশ কাপোপারা জানিয়েছেন, লায়লা চরিত্রের লুকের জন্য কিমকে অনুসরণ করা হয়েছে। চরিত্রের জন্য প্রয়োজন ছিল বেশ কিছু স্টাইলিশ পোশাক। বেশিরভাগ আনা হয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে। এই ছবিতে সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তুষার কাপুর ও বীর দাস। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৪ ডিসেম্বর। কিন্তু অনিবার্য কারণে তা পিছিয়ে গিয়েছে আগামী বছর জানুয়ারি মাসে।