Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : আবার মালিকানা বদল হয়েছে বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে টিভির।
এস আলম গ্রুপ একুশে টিভির মালিকানায় এসেছে বলে বুধবার একুশে টেলিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত ৮ অক্টোবর এক নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে একুশে টেলিভিশন লিমিটেডের শেয়ার এবং ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগোসহ এতদসংক্রান্ত সব কিছু কিনে নেয় এস আলম গ্রুপ।
বুধবার প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর এক সভায় টেলিভিশনটির পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনার কথাও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এবং আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান মনোনিত হয়েছেন।
এছাড়া ওই সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদেও নিয়োগ দেওয়া হয়েছে।
২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করলেও ২০০২ সালের ২৯ অগাস্ট চারদলীয় জোট সরকারের সময়ে আদালতের রায়ের পর একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়।
এরপর ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সম্প্রচারে আসে একুশে টিভি।