খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন দেয়ায় রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে মস্কো যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা ছুড়ে দিয়ে এটাকে ওয়াশিংটনের ‘ভূ-রাজনৈতিক খেলা’ বলে আখ্যায়িত করেছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কোষাগার বিভাগ ঘোষণা দেয়, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে একটি ব্যাংকসহ চার রুশ ব্যক্তি এবং ছয়টি প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে সহায়তায় জড়িত ছিল।
এদিকে সর্বশেষ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রকে তিরস্কার করেছে মস্কো। ওয়াশিংটন সিরিয়ায় ‘ভূ-রাজনৈতিক খেলায়’ মেতে উঠেছে বলে অভিযোগ করেছে দেশটি।
বৃহস্পতিবার রাশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী সার্গে ল্যাভরভ বলেন, নতুন এ নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে মস্কো কিছুই বুঝতে পারছে না।
রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্টিকে তিনি বলেন, স্পষ্ট যে, এটা সম্পর্কের জটিল মুহূর্ত।
ন্যাটো সদস্য তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, সিরিয়ার এক কিলোমিটার ভেতরে থাকা সত্ত্বেও যুদ্ধবিমানে হামলা চালানো হয়েছে। তিনি এজন্যে মারাত্মক পরিণতি সম্পর্কে তুরস্ককে সতর্ক করেন এবং এটাকে ‘মেরুদ-ে ছুঁরিকাঘাত’ বলে অভিহিত করেন।
রাশিয়া, সিরিয়া সরকারের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে আইএসের অবস্থানে বিমান হামলা পরিচালনা করছে।