খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : গোপন বৈঠক চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিনসহ ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর শহরের ভওয়াখালী ডা. নাসিরের বাসায় গোপন বৈঠক চলছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ।
অভিযান শেষে বিকেল ৩টার দিকে বৈঠক চলাকালে তাদেরকে আটক করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, “আটককৃতদের মধ্যে নোয়াখালী, কুমিল্লা, বাগেরহাট, যশোরসহ বিভিন্ন এলাকার কর্মী রয়েছে। দেশে এখন নাশকতা চলছে, এরা জামায়াত শিবিরের সঙ্গে নাশকতার পরিকল্পনা করছিল কিনা- তা যাচাই বাছাই করা হবে।”