Sun. Sep 21st, 2025
Advertisements

49খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল।
রবিবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে স্কটল্যান্ডকে হারায় জাহানারা আলমের দল।
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক জাহানারা আলম। স্পিনারদের দাপটে বেসামাল হয়ে পড়ে স্কটিস ব্যাটসম্যানরা। ১৯.১ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।
পরে ৫৪ রানের সহজ লক্ষে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে দুই উইকেট হারিয়ে অতিক্রম বাঙালি প্রমীলারা। আয়শা রহমান ২৪ ও শারমিন আক্তার করেন ২৬ রান। দলীয় ৫৩ রানে আউট হন এ দুই ব্যাটসম্যান।
বাংলাদেশের দুই লেগস্পিনার রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা মিলে আউট করেন প্রতিপক্ষের ৫ ব্যাটসম্যানকে। রুমানা ৩টি ও খাদিজাতুল নেন দুটি উইকেট। এছাড়া পেসার জাহানারা আলম ও পান্না ঘোষ নেন ১টি করে উইকেট। রান আউটের ফাঁদে পরেন স্কটল্যান্ডের দুই ব্যাটসম্যান।
এ জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামি মঙ্গলবার একই ভেন্যুতে পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে জাহানারা আলমের দল। এ ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।