খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: ক’দিন আগে জিতেছেন গোল ডটকমের বর্ষসেরা পদক ‘গোল ৫০’। অপেক্ষায় রয়েছেন ফিফার বর্ষসেরা পদক ব্যালন ডি’ওর হাতে নেওয়ার। মাঝে আরও দুটি পদক উঠেছে লিওনেল মেসির হাতে। পদক দুটি হল- স্প্যানিশ লা লিগা ফুটবলে সেরা ফুটবলার ও সেরা স্ট্রাইকারের পদক।
২০১৪-১৫ মৌসুমে লা লিগার সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এই পদক জয়ের পথে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়েছেন তিনি। এ নিয়ে ষষ্ঠবারের মতো এই পদক জিতলেন মেসি।
এদিকে বর্ষসেরা ফরোয়ার্ড বা স্ট্রাইকারের পদকটিও তুলে দেওয়া হয়েছে মেসির হাতে।
লা লিগার এবারের সেরা মিডফিল্ডারের পদকটি জিতেছেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। পদকটি জয়ের পথে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা ও অ্যাতলেটিকো মাদ্রিদের তারকা অ্যান্তোনি গ্রিজম্যান।
এই মৌসুমে লা লিগার সেরা ডিফেন্ডারের পদক জিতেছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা সার্জিও রামোস।
লুই এনরিকের জন্য বার্সেলোনার কোচ হিসেবে এটি ছিল অভিষেক মৌসুম। অভিষেকেই দলকে ট্রেবল শিরোপা জিতিয়েছেন তিনি। তাই সেরা কোচের পদকটিও জিতে নিয়েছেন এনরিক। আর সেরা গোলরক্ষকের পদক জিতেছেন বার্সেলোনারই গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো।
এদিকে লা লিগায় সেরা দক্ষিণ আমেরিকান ফুটবলারের পদকটি জিতেছেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। আর সেরা আফ্রিকান ফুটবলারের পদকটি জিতেছেন ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার সুফিয়ান ফেগহাউলি।
মেসির কাছে সেরার লড়াইয়ে হারলেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে অবশ্য হতাশ হতে হয়নি। ভক্তদের ভোটে ‘ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ার’ পদকটি রোনালদোর হাতেই শোভা পেয়েছে।
সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে লা লিগার এ সব সেরার পদক।