খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: লাইট, ক্যামেরা, এ্যাকশনৃরুপালি পর্দার মুহুর্তটা যে এমন। সিনেমার নায়ক নায়িকাদের এক নজর দেখতে উপচে পড়া ভিড়। এই ঝলমলে দুনিয়ায় নিজের যায়গা খুঁজে বেড়াচ্ছেন এক তরুনী। নাম তার সাইরা। ছোট বেলা থেকেই স্বপ্ন নায়িকা হবে। কিন্তু কে তার এই স্বপ্ন পূরণ করবেন? এমন চিন্তা মাথায় রেখে অলিতে গলিতে ঘুরতে থাকে সাইরা।
এমন সময় একটা বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে সাইরা। সেখানে গিয়ে আলস রহস্য উন্মচোন হয়ে গেলো। দিন শেষে রাত এলো। শুরু হলো অভিনয় ক্লাস। পরিচালক সাইরাকে কিছু ছবি দেখাতে থাকে। কিন্তু কি সেই ছবি? কেন বা তাকে দেখানো হচ্ছে? নায়িকা হতে হলে নাকি দেহ দিতে হয়! পাঠক আসুন আজকে এমন একটি প্রতিবেদন দেখে নেওয়া যাকৃ