খোলা বাজার২৪॥ বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কালো তালিকাভুক্ত হিজবুত তাওহীদের এক নারী নেত্রীসহ ১১ জনকে ফেনী থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে ফেনী শহরের একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয় বলে মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান।
তিনি বলেন, জেল রোডের ‘ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্টে’ একটি পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান চলছিল। সেখানে কালো তালিকাভুক্ত সংগঠন হিজবুত তাওহীদ তাদের কর্মকাণ্ড চালাচ্ছিল।
“এ সময় পত্রিকাটির নির্বাহী সম্পাদক শফিকুল ইসলাম, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির সাইফুল ইসলাম, ফেনী জেলা আমির দিল আফরোজসহ ১১ জনকে আটক করা হয়।”
আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পরিদর্শক শাহীনুজ্জামান জানান।