Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : অ্যান্ড্রয়েড রোবটটির নাম জেমিনয়েড এফ। সে কথা বলতে পারে। হাসতে পারে। চোখ ঘুরিয়ে তাকাতে পারে। এমনকি চোখে চোখ পড়লে জবাবও দেয়। মানুষের দেহভঙ্গিও বুঝতে পারে সে। ভ্রূ-কুঞ্চনও করতে পারে।
রাবার জাতীয় পদার্থ দিয়ে রোবটটির চামড়া তৈরি করা হয়েছে। দেখতে একেবারে মানুষের ত্বকের মতো।
এছাড়া, জীবন্ত মানুষের অনেক অঙ্গভঙ্গি রোবটটিকে শেখানো হয়েছে। আগে থেকে না জানা থাকলে যে কেউই সহজে মানুষ ভেবে ভুল করতে পারেন।
এতোটা জীবন্ত অবয়বের কারণে টেক ওয়ার্ল্ডে ইতিমধ্যে ঝড় তুলেছে জেমিনয়েড এফ। তাকে ডাকা হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী রোবট’ বলে।
তবে রোবটটি হাঁটতে পারে না। তাকে চেয়ারে বসিয়ে রাখা হয়। এদিক ওদিক চলাফেরা করানো হয় হুইল চেয়ার দিয়ে। চলতি সপ্তাহে বেইজিংয়ে হয়ে যাওয়া ওয়ার্ল্ড রোবট এক্সিবিশনে প্রধান আকর্ষণ ছিল রোবটটি।
ওসাকা ইউনিভার্সিটির হিরোশি ইশিগুরো পরীক্ষাগারের বিজ্ঞানীরা এ রোবটটি তৈরি করেছেন। আর এতে ব্যয় হয়েছে ৭২ হাজার পাউন্ড। ভবিষ্যতে আরও উন্নত মডেল তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।
সহকারী অধ্যাপক কোহেই ওগাওয়া বলেন, ভবিষ্যতে এই রোবটটি ব্যবহার করে আমরা নিখুঁত এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবস্থা তৈরি করবো।
উল্লেখ্য, কোন চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করা প্রথম রোবট এই জেমিনয়েড এফ। এ বছর জাপানি ছবি স্যায়োনারাতে অন্যতম তারকা ছিল সে।