খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : আদালতের রায় মেনে এ সপ্তাহ থেকেই বেলজিয়ামে ফেইসবুক ব্যবহারকারী নন এমন ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজার আর ট্র্যাক করবে না সামাজিক যোগাযোগ মাধ্যমটি। অর্থাৎ, কোনো ফেইসবুক পেইজ দেখতে হলে, বেলজিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের ফেইসবুক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে।
বুধবার এ বিষয়টি সম্পর্কে ফেইসবুক নিশ্চিত করেছে বলেই এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
আদালতের রায়ে জানানো হয়েছিল, হয় ফেইসবুককে রায়ের নির্দেশনা মানতে হবে, অথবা প্রতিষ্ঠানটিকে প্রতিদিন হিসেবে জরিমানা গুণতে হবে। দৈনিক জরিমানার হাত থেকে রেহাই পেতে আপাতত আদালতের নির্দেশনা মেনে নিলেও, ভবিষ্যতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতদিন বেলজিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের ফেইসবুকে অ্যাকাউন্ট না থাকলেও বা সাইটটিতে লগ ইন না করেও স্পোর্টস টিম, তারকা, ব্যবসা, ভ্রমণ ইত্যাদি ফেইসবুক পেইজ দেখতে পারতেন। অন্যদিকে, কোনো ইন্টারনেট ব্যবহারকারী ফেইসবুক ডটকম ভিজিট করলে অথবা অন্য কোনো সাইট থেকে ‘লাইক’ বাটনে ক্লিক করলে, ওই ব্যবহারকারীর ব্রাউজারে ফেইসবুক ‘ফধঃৎ’ নামের একটি কুকি ইন্সটল করে থাকে। ওই কুকির মাধ্যমে ফেইসবুক জানতে পারে ব্যবহারকারী কোন ব্রাউজার ব্যবহার করছেন এবং ওই ব্রাউজার থেকে অন্য কোন কোন সাইট ভিজিট করছেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রাইভেসিবিষয়ক প্রশ্নের মুখে পড়ে ফেইসবুক। এ বছর জুনে বেলিজয়ামের ডেটা নিরাপত্তা নিয়ন্ত্রকরা আদালতে সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে অভিযোগ আনে, প্রতিষ্ঠানটি ইন্টারনেট ব্যবহারকারীর অজান্তে তাদের ব্রাউজার ট্র্যাক করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাইভেসি আইন লংঘন করছে। এই ইসু নিয়ে বেলিজিয়ামের কিছু বলার অধিকার নেই এমন দাবি করলেও, শেষ পর্যন্ত ফেইসবুক-এর বিপক্ষেই রায় দিয়েছে আদালত।
ফলে এখন ফেইসবুকে অ্যাকাউন্ট রয়েছে এমন বেলজিয়ান ব্যবহারকারীদেরকেও অন্য ব্রাউজারের মাধ্যমে ফেইসবুকে প্রবেশ করতে হলে বেশ কিছু সংখ্যক নিরাপত্তা স্তর পার করতে হবে।
এখনও নিয়ন্ত্রকদের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় রয়েছে ফেইসবুক। আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর থেকে বেলজিয়ামে এই পরিবর্তনগুলো কার্যকর করা হবে। এ সপ্তাহেই নিয়ন্ত্রকদের চিঠি পাঠানোর কথা রয়েছে বলেই জানিয়েছে রয়টার্স।