Wed. Aug 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : পুরানো ৭৪৭ প্লেন ব্যবহার করে মহাকাশে রকেট পাঠাতে যাচ্ছে ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের মহাকাশযান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক। ‘কসমিক গার্ল’ নামে পরিচিত এই প্লেন আগে ভার্জিন গ্রুপের আরেক অঙ্গপ্রতিষ্ঠান ভার্জিন আটলান্টিক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে যাত্রী আনা নেওয়ার কাজে ব্যবহার করত।
এবারে পৃথিবীর কক্ষপথে ছোট স্যাটেলাইট বহনকারী চালকবিহীন রকেটে পাঠাতে এটি ব্যবহার করা হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
কসমিক গার্লের বাম পাশের পাখার নিচে বহন করা হবে স্যাটেলাইট আর লঞ্চারওয়ান নামের রকেট। শীর্ষ উচ্চতায় উঠার পর রকেটটি আলাদা করে দেওয়া হবে। এরপর মহাকাশে চালু হবে রকেটটির ইঞ্জিন।
প্লেন থেকে এমন আনুভূমিক লঞ্চ পদ্ধতিতেই মহাকাশ ভ্রমণকারীদের বহন করার পরিকল্পনা করছে ভার্জিন গ্যালাকটিক। তবে এক্ষেত্রে একটু ভিন্নতা থাকছে, যাত্রী বহনের জন্য বিশেষ প্লেন বানানো হবে আর ওই প্লেন স্যাটেলাইটের মতো কক্ষপথে পৌছাবে না।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রকেট পাঠাতে ৪৭ লাখ ডলারের একটি চুক্তি পেয়েছে ভার্জিন গ্যালাকটিক। সেই সঙ্গে ২৭০টি স্যাটেলাইটের মাধ্যমে বৈশ্বিক ইন্টারনেট অ্যাকসেস সেবা দেওয়ার পরিকল্পনায় ওয়ানওয়েবের সঙ্গেও একটি চুক্তি রয়েছে প্রতিষ্ঠানটির।
৭৪৭-এর আবার নতুন যাত্রায় আনন্দিত ভার্জিন প্রধান রিচার্ড ব্র্যানসন। তিনি বলেন, “আমার হৃদয়ে বোয়িং ৭৪৭-এর একটি বিশেষ জায়গা আছে। আমি কখনো কল্পনাও করিনি যে, আমাদের একটি ৭৪৭ আবার একটি সুযোগ পাবে আর মহাকাশযাত্রায় সহায়তা করবে। কসমিক গার্ল ভার্জিন পরিবারে থাকছে আর সত্যিই তার নাম ধরে রাখছে- এটা ভেবে আমি আসলেই রোমাঞ্চিত।”
২০১৪ সালের অক্টোবরে দূর্ঘটনার কবলে পড়ে প্রতিষ্ঠানটির মহাকাশযান স্পেসশিপটু। সেই ঘটনায় নিহত হন পরীক্ষাধীন অবস্থায় থাকা চালক। বর্তমানে নতুন একটি স্পেসশিপটু বানাতে কাজ করছে ভার্জিন।

অন্যরকম