Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 
imagesখোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : তোফাজ্জল হোসেন ঃ অব্যাহত ছিনতাই’র মুখে এবার সংঘটিত হয়েছে বীভৎস হত্যাকান্ডসহ এক দুর্ধর্ষ ছিনতাই। সংঘবদ্ধ ছিনতাইকারীরা ফজর আলী (২০) নামে এক চালককে নির্মমভাবে গলা কেটে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। গত শনিবার রাতে শিবপুর উপজেলার পুটিয়া-ভরতেরকান্দী সড়কের কামারগাও ব্রীজ এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এ নিয়ে গত ৬ মাসে এ সড়কে কমবেশী ৮/১০টি ছিনতাই’র ঘটনা সংঘটিত হয়েছে। এর কয়েকদিন আগে আরেকজন ইজিবাইক চালককে নেশা খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইকটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। মাসখানেক পূর্বে ব্রীজের পাশে রাস্তার উপর দড়ি বেধে উৎপেতে থাকে ছিনতাইকারীরা। একজন চালক ইজিবাইক নিয়ে যাবার পথে দড়ি দিয়ে ইজিবাইকটি ্আটক করে চালকে মারধোর করে রাস্তার পাশে ফেলে ইজিবাইকটি নিয়ে যায়। ৬ মাস পূর্বে নরসিংদী রাধুনী হোটেলের মালিক মোস্তাফার ভাই আব্দুল মোতালিব তার বন্ধু মাহবুবকে নিয়ে একটি মোটরসাইকেল নিয়ে যাবার সময় ছিনতাইকারীরা দড়ি দিয়ে মোটরসাইকেল আটকে তাদেরকে মারধোর করে মোটরসাইকেলটি নিয়ে যায়। এভাবে প্রায় প্রতিদিনই এই সড়কে ছিনতাই’র ঘটনা ঘটে চলছে। পুলিশ ছিনতাইকারীদেরকে গ্রেফতার করতে পারছে না। কিছুদিন পূর্বে নরসিংদীর ঘোড়াদিয়া গ্রামে কাজী হোসেন মিয়ার বড় ছেলে জোহর আলীর ছোট ভাই ফজর আলীকে ১ লাখ ২৪ হাজার টাকা দিয়ে একটি ইজিবাই কিনে দেয়। এই ইজিবাইকটি ছিল তার জীবীকার উৎস। শনিবার আছরের নামাজের পর ফজর আলী ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয়। রাতের কোন একসময় পুটিয়া-ভরতেরকান্দী সড়ক দিয়ে যাবার সময় ছিনতাইকারীরা তাকে ধরে মুখে স্কচটেপ পেচিয়ে রাস্তার অদুরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গরুর মত গলা কেটে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে যায়। রবিবার সকালে পুলিশ ঘটনাক্রমে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।