খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি জানিয়েছে, আমেরিকা ও ইউরোপের গেইমাররা এখন ভিডিও গেইম কনসোল প্লেস্টেশন ৪-এ (পিএস৪) প্লেস্টেশন ২-এর (পিএস২) গেইম ডাউনলোড করতে ও খেলতে পারবেন।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার প্লেস্টেশন-এর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সনি।
সনি পিএস২-এর গেইম পিএস৪-এ খেলার সুযোগ করে দেওয়ায় গেইমাররা এখন হাই-ডেফিনেশনে রোউগ গ্যালাক্সি এবং ডার্ক ক্লাউডের মতো গেইমগুলো খেলার সুযোগ পাবেন। বিষয়টি নিয়ে নিজেদের ইউটিউব পেইজে একটি ভিডিও প্রকাশ করেছে সনি। ভিডিওতে সব সুন্দরভাবেক উপস্থাপন করা হলেও শেষে একটি সতর্কবাণী উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ওই সতর্কবাণীতে বলা হয়েছে, “পিএস২ ক্লাসিকস এবং পিএস২-ফরম্যাটেড ডিস্কগুলো পিএস৪ সিস্টেমে চলবে না।”
সিনেট জানিয়েছে, এই সতর্কবাণীর অর্থ হচ্ছে, গেইমাররা বর্তমান-প্রজন্মের কনসোলে কোনো পিএস২ গেইম ডিস্কের মাধ্যমে খেলতে চাইলেও, তা সম্ভব হবে না। পিএস৪-এ পিএস২-এ গেইম খেলারে আগ্রহ থাকলে, গেইমারদেরকে নতুন করে পিএস৪-কমপ্যাটিবল গেইম কিনতে হবে। তবে পিএস৪-কমপ্যাটিবল গেইমগুলো আপ্রগেড করে বাজারে ছাড়া হবে বলেই জানিয়েছে সনি।
প্রথম দিকে গেইমাররা পিএস২-এর ‘ওয়ার অফ দ্য মনস্টারস’, ‘রোউগ গ্যালাক্সি’, ‘দ্য মার্ক অফ ক্রি’, ‘ডার্ক ক্লাউড’, ‘গ্র্যান্ড থেফট অটো থ্রি’, ‘গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটি’, ‘গ্র্যান্ড থেফট অটো স্যান অ্যান্ড্রিয়াস’ এবং ‘টুইস্টেড মেটাল ব্ল্যাক’ গেইমগুলো পিএস৪-এ খেলতে পারবেন। এক একটি গেইম ১০ থেকে ১৫ ডলার মূল্যের মধ্যেই কিনতে পারবেন গেইমাররা।
এ বছরের নভেম্বর সনি জানিয়েছিল, ২০১৩ সালে লঞ্চ করার পর থেকে বিশ্বব্যাপী তিন কোটি দুই লাখেরও বেশি প্লেস্টেশন ৪ বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।