Wed. Sep 24th, 2025
Advertisements

10খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন সংলগ্ন সড়ক অবরোধ করে রেখেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পোশাকশ্রমিকেরা সড়কে অবরোধ শুরু করেন। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে। অবরোধে মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল ও আশপাশের এলাকায় যানজট বেড়েছে।

গতকাল রাতে ওই সড়কে বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকলিমা আক্তার (৩৮) নামে এক পোশাকশ্রমিক নিহত হন। এর প্রতিবাদে শ্রমিকেরা অবরোধ করছেন। নিহত আকলিমার সহকর্মী রহিমা বলেন, গতকাল রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় বাসের ধাক্কায় নিহত হন পোশাকশ্রমিক আকলিমা (৩৮)। তিনি ওলিও অ্যাপারেন্স লিমিটেড কারখানায় কাজ করতেন।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদের ভাষ্য, স্টেশন থেকে শুরু করে নটরডেম কলেজের মোড় পর্যন্ত অবরোধ চলছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে শতাধিক পোশাকশ্রমিক সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি বাসে ভাঙচুর চালান। অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি যেন ভিন্ন দকে না যায় সেদিকে পুলিশ লক্ষ রাখছে। শ্রমিকদের দাবি নিয়ে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। বেলা একটার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।

বিক্ষুব্ধ শ্রমিকেরা নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, বাসচালকসহ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন।