খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: রাজধানীর কদমতলী থানার পালপাড়া এলাকায় ছয় বছরের একটি শিশু ম্যানহোলে পড়ে গেছে।
নীরব নামের শিশুটি মঙ্গলবার বিকাল ৪টার দিকে শ্যামপুর ইউনিয়নের পালপাড়ায় কারখানার বর্জ্যের একটি ম্যানহোলে পড়ে যায় বলে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা ম্যানহোল থেকে শিশুটিকে উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকেও উদ্ধার কাজ চলছিল বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানিয়েছেন।
গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে ওয়াসার একটি পরিত্যক্ত নলকূপে জিহাদ নামে একটি শিশু পড়ে গেলে ২৩ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে তার অবস্থান নিশ্চিত না হতে পেরে অভিযান শেষ করে ফায়ার সার্ভিস।
তার কয়েক মিনিটের মধ্যে স্থানীয়দের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদকে তুলে আনা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।