Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: মাইক্রো ক্রেডিট নয়, মাইক্রো সেভিংসের মাধ্যমেই দেশের সুবিধাবঞ্চিত নাগরিকদের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “মাইক্রো ক্রেডিট নেওয়ার পর এই সুদ তাদের শোধ দিতে হয়। এই সুদ দিতে দিতে তারা কিন্তু আর নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পায় না; কোনো স্থায়ী কার্যক্রমও হাতে নিতে পারে না।

“কীভাবে দ্রুত কিছু উপার্জন করবে আর ওই সুদটা শোধ করবে- সেই চিন্তাই থাকে।”

বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে শোনা তার পরিকল্পনাগুলো অনুসরণ করেই দারিদ্র্য বিমোচনে আত্মকর্মসংস্থানমূলক ‘একটি বাড়ি একটি খামার’ এবং ‘আশ্রয়ন’ প্রকল্প চালু করার কথা জানান সরকারপ্রধান।

তিনি বলেন, “একটি বাড়ি একটি খামারে আমি যেটা নিয়ে এসেছি- মাইক্রো সেভিংস। অর্থাৎ তাদের সঞ্চয়।

“আমরা তাদের টাকা দেব, কিছু প্রশিক্ষণ দেব, তারা উপার্জন করবে। উপার্জন করে তারা যদি একশ টাকা সঞ্চয় করতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে আরও একশ টাকা দেওয়া হবে।”

সরকারের পক্ষ থেকে দুই বছর পর্যন্ত এই টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান।

পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য, এর মাধ্যমে দারিদ্র্যা বিনোচন করা। প্রত্যেকটা পরিবার যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আর্থিকভাবে যেন স্বচ্ছল হতে পারে। আরেকটা কথা হচ্ছে, তার সঞ্চয় যেন হয়।”

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর সভাপতিত্বে সচিব নাছিমা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।