খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: অনিয়মের অভিযোগে রাজধানীর স্কয়ার হাসপাতালকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) স্কয়ার হাসপাতালে অভিযান চালায়। অভিযান শেষে হাসপাতালটিকে এই টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালটির ক্লিনিক ল্যাব, সিসিইউ ও আইসিইউ এর অনুমোদন নেই। ব্লাড ব্যাংকের অনুমোদন শেষ হয়েছে দুই বছর আগে।