Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: ভারতের চেন্নাইয়ের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য এক লাখ রুপি অনুদান দিয়েছে যৌনকর্মীরা।

মহারাষ্ট্রের আহমেদনগর জেলার এসব যৌনকর্মীরা তাদের মাত্র একদিনের সঞ্চয় ও খাবার থেকে এ অনুদান সংগ্রহ করে।

সোমবার আহমেদনগরে এক অনুষ্ঠানে জেলা সংগ্রহকারী অনিল কাবাদির কাছে তারা একটি চেক হস্তান্তর করেন।

পশ্চিম মহারাষ্ট্রের এ জেলায় প্রায় ৩ হাজার যৌনকর্মী রয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার কর্মী ত্রাণ তহবিলে অবদান রাখেন।

চেন্নাইয়ে শতাব্দির সবচেয়ে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রায় মাসব্যাপি বৃষ্টিতে প্রায় ২শ’র মতো মানুষ নিহত হয়। শহরের অধিকাংশ জায়গা ৫ফুট পানিতে ডুবে গিয়ে হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে পড়ে।

বিপুল সংখ্যক বন্যাদুর্গত মানুষকে ত্রাণ সহায়তা দেয়ার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসে।
হিন্দুস্তান টাইমস।