Thu. Sep 18th, 2025
Advertisements

44খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: এমন হাস্যরস কমই হয়েছে দুনিয়ায়।দেশের রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে প্যান্ট খুলে গেল এক নেতার! তাও আবার দেশের রাষ্ট্রপতি যখন একজন মহিলা। এমনই মজার ঘটনা ঘটেছে ক্রোয়েশিয়ায়।

দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি কোলিন্ডা গ্রাবার কিতারোভিকের সঙ্গে ছবি তুলতে গিয়ে মানবাধিকার সংগঠনের নেতা ইভান ভনিমির সিস্যাকের প্যান্ট খুলে গেল ক্যামেরার সামনে। আর সেই ছবিই ফ্রেমবন্দি হয়ে যাওয়ায় হাসির ঝড় উঠেছে সর্বত্র।

এদিন হঠাৎ এমন ঘটনা ঘটায় অস্বস্তিতে পড়েন ক্রোয়েশিয়ান মানবাধিকার বিষয় সংক্রান্ত হেলসিংকি কমিটির সভাপতি ইভান। সোজা পায়ের কাছে পৌঁছে যাওয়া প্যান্টটিকে খুব দ্রুততার সঙ্গে যথাস্থানে ফিরিয়ে আনলেও সেই দৃশ্য দুষ্টু ক্যামেরাম্যানের ফ্রেমের নজরবন্দি হয়নি। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে তার ঠিক পাশেই দাড়িয়ে ছিলেন রাষ্ট্রপতি কোলিন্ডা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসেই ঘটে যাওয়া এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।