Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

72খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: স্মার্টফোনের যুগ বুঝি শেষ হতে চলেছে! আগামী পাঁচ বছরের মধ্যে স্মার্টফোনের জায়গা নিতে শুরু করবে নতুন প্রযুক্তি। সম্প্রতি সুইডেনভিত্তিক যোগাযোগ প্রযুক্তি ও সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসনের এক গবেষণায় দেখা গেছে, ২০২১ সাল নাগাদ মোবাইল প্রযুক্তির জায়গা দখল করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

এরিকসনের জরিপকারী প্রতিষ্ঠান কনজুমার ল্যাব ভবিষ্যতের আকাক্সিক্ষত প্রযুক্তি নিয়ে সুইডেনসহ ৪০টি দেশের এক লাখ গ্রাহকের মধ্যে এ জরিপ পরিচালনা করে।
এতে অংশ নেওয়া অর্ধেক ব্যক্তির মত হচ্ছে ২০২১ সাল নাগাদ মোবাইল প্রযুক্তি পুরোনো হয়ে যাবে। এর বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ফাংশন ছড়িয়ে পড়বে।
কনজুমার ল্যাবের গবেষক রেবেকা সেডারিং বলেন, গাড়ি চালানো বা রান্নার মতো কাজের সময় হাতে স্মার্টফোন থাকাটা সত্যিকার অর্থে কাজের নয়। এ ছাড়াও কিছু অবস্থায় স্মার্টফোনের স্ক্রিন খুব বেশি সুবিধাজনক নয়। তবে আগামী পাঁচ বছরের মধ্যে স্মার্টফোন পুরোনো প্রযুক্তি হয়ে যাবে।

রেবেকা পূর্বাভাস দিয়ে বলেন, মানুষের অবসর সময় বাড়ানোর মতো প্রযুক্তিও চলে আসবে। তখন একই সময়ে নানা কাজ করা সম্ভব হবে।