Wed. Sep 24th, 2025
Advertisements

9খোলা বাজার২৪, শনিবার, ১২ ডিসেম্বর ২০১৫ কোপা দেল রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আবারো আপিল করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এর আগে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য করা প্রথম আপিল আবেদনটি খারিজ করে দেয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আপিল কমিটি।

গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ধারে খেলার সময় এই টুর্নামেন্টে তিন ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন চেরিশেভ। এর পর এ ম্যাচেই তার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু, এ বিষয়ে অবহিত না থাকায় রাশিয়ান উইঙ্গারকে প্রথম একাদশে রাখেন কোচ রাফা বেনিতেজ। পরে ব্যাপারটি জানাজানি হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই চেরিশেভের বদলি খেলোয়াড় মাঠে নামানো হয়।

তবে নিয়ম ভঙ্গ করার শাস্তি হিসেবে চলতি আসর থেকে লস ব্লাঙ্কসদের বহিষ্কার করার গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত সেটিই বাস্তবায়িত হয়। পরে আরএফইএফ’র কাছে আপিল করেও লাভ হয়নি। তবে আশা ছাড়েনি রিয়াল।

এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ফর স্পোর্টের (টিএডি) কাছে আপিল আবেদন করেছে স্প্যানিশ ‍জায়ান্টরা। টিএডি রিয়ালের পক্ষে রায় দিলেই রোনালদো-বেল-বেনজেমাদের কোপা দেল রের ম্যাচ খেলতে আর বাধা থাকবে না।