খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: ভারতীয় অভিনেতা শাহরুখ খানের ভাই নেই। তবে সম্প্রতি কিং খান বললেন, সালমান ‘ভাইজান’ সব সময় তার পাশে আছেন। আর তাই ভাইয়ের অভাব বোধ করেন না তিনি।
মা-বাবাকে আগেই হারিয়েছেন শাহরুখ। আপন বলতে এখন আছেন শুধু বড় বোন শেহনাজ। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। এক ভক্ত শাহরুখকে জিজ্ঞেস করেন, কখনো ভাইয়ের অভাব অনুভব করেছেন কি না।
উত্তরে শাহরুখ টুইট করেন, “আমার দুই ছেলে আমার বন্ধু আর ভাইয়ের মত, তাই সমস্যা হচ্ছে না। এছাড়া একজন ভাইজান তো সবসময়ই আছেন।”
বলার অপেক্ষা রাখে না, বলিউডে ‘ভাইজান’ বলতে একজনকেই বোঝানো হয় আর তিনি হলেন সালমান খান।
বলিউডের ‘কারান-অর্জুন’ সালমান-শাহরুখের বন্ধুত্ব সব সময়ই গণমাধ্যমের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকেছে। ২০০৭ সালে এক পার্টিতে মনোমালিন্যের পর দীর্ঘ সাত বছর একে অপরকে এড়িয়ে গিয়েছেন তারা। অবশেষে সালমানের ছোট বোন অর্পিতা খানের বিয়েতে গলে যায় রেষারেষির বরফ। এখন রীতিমতো একে অন্যের সিনেমার প্রচারে মুখর হন এই দুই তারকা।