Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

BNN0329খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫ : শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে আজ যোগদান করেছেন মো: সোহরাব হোসাইন।
এ উপলক্ষে আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে ফুল দিয়ে নবনিযুক্ত সচিবকে স্বাগত জানান।
মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের পক্ষ থেকেও নতুন শিক্ষা সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন- শিক্ষা মন্ত্রণালয়ের আন্তরিক পরিবেশে যৌথ কাজের ধারা জোরদার করা হবে। আমাদের লক্ষ্য অর্জনে বিশেষ করে শিক্ষার আরো প্রসার ও গুণগত মান বৃদ্ধি করতে আমরা আমাদের কাজের গতি আরো বৃদ্ধি করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যথাসময় লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।
এ উপলক্ষে বক্তৃতায় যোগদানকৃত শিক্ষা সচিব তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
বিভিন্ন স্তরের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মোঃ সোহরাব হোসাইন শিক্ষা সচিব হিসেবে যোগদানের পূর্বে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।