Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: সব রাজনৈতিক দলের বৈধ-অবৈধ ব্যানার, বিলবোর্ড আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার ঘোষনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিতে বাধা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে তিনি সাংবাদিকদের এ ঘোষণা দেন। রাজনৈতিক দলের যেসব নেতা-কর্মী আইন ভঙ্গ করে ব্যানার বিলবোর্ড লাগাচ্ছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।