খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: জিয়া অরফানেজ ট্রাস্টসহ দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম খালেদা অসুস্থতার কারণে আগামীকাল সোমবার আদালতে হাজির হতে পারবেন না।
ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ জজ আদালতে খালেদার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার চলছে। চিকিৎসার জন্য লন্ডনে থাকায় এর আগেও কয়েকটি ধার্য তারিখে আদালতে হাজির হতে পারেননি তিনি।