Sun. Sep 21st, 2025
Advertisements

53খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: আমর্তি বরমন নামের একজন ৯৫ বছরের বৃদ্ধা তার জীবনের শেষকালে এসে নিজের নাগরিকত্ব অর্জন করলেন। তাকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হল। অবশেষে, সে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে সকলের নিকত উপস্থাপন করতে পারবেন।

তিনি ভারতের রংপুরে জন্ম নিয়েছিলেন। কিন্তু রংপুর এখন বাংলাদেশের একটি অংশ। যাই হোক, এই বছর বাংলাদেশ ও ভারতের মধ্যেকার জায়গা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর তিনি অন্য সকলের সাথে ভারতের কোচবিহারে যেয়ে বসবাস শুরু করেছেন।

স্বাধীনতা দিবসের কথা স্মরণ করতে যেয়ে তিনি বলেন, ১৯৪৭ সালের যুদ্ধের সময় পরিস্থিতি অনেক ভয়ানক ছিল। সকলে তখন ব্রিটিশদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন। পরে একদিন সে জানতে পারেন, যুদ্ধের পর তারা পূর্ব পাকিস্তানে বসবাস করছেন। তারপর ১৯৭১ সালে আবার দেশ ভাগের পরে তিনি বাংলাদেশে বসবাস শুরু করেন।

অবশেষে, এবার সে ভারতে যেতে পেড়েছেন। সে এখন তার দুই পুত্রের সাথে সেখানে বসবাস করেন। সে খুব খুশি এবং সে যেখানে জন্ম গ্রহণ করেছেন সেখানে ফিরে যেতে পেড়েছেন। কিন্তু তার একটি দুঃখ হল তিনি তার বাড়ি নিজ চোখে দেখতে পাড়লেন না। কারণ তিনি ৪ বছর পূর্বে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন।-সূত্র: ইন্ডিয়া টাইম্স।