খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: পাকিস্তানের সংবাদপত্রে দেখা গেল নার্গিস ফাকরিকে। কাগজের সামনের পাতায় বেশি জায়গা জুড়ে শুয়ে আছেন এই বলিউড নায়িকা। লাল পোশাকে লাস্যময়ী ভঙ্গি, হাতে ধরা বিশেষ কেম্পানির মোবাইল ফোন। এটা একটা বিজ্ঞাপন চিত্র। আর এই বিজ্ঞাপন নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
এই বিজ্ঞাপন নিয়ে প্রথম সমালোচনা করেন পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক আনসার আবাসি। তিনি জানান, খবরের কাগজ কেন ‘প্লে-বয়’ ম্যাগাজিন হয়ে উঠতে চাইছে? সোশ্যাল মিডিয়ায় তিনি এই সমালোচনা করার পর নানা মহলে সমালোচনার ঢেউ ওঠে। অনেকেই এ ধরনের বিজ্ঞাপন প্রদর্শনের তীব্র সমালোচনা করেন।
সংবাদপত্রের পাশাপাশি বিজ্ঞাপন সংস্থাকেও একহাত নেন কেউ কেউ। মোবাইলের মতোই যে নারীদেরও শুধুমাত্র ‘পণ্য’ হিসেবে ব্যবহার করা হয়, এই ছবিই তার প্রমাণ দিচ্ছে বলে মনে করেন অনেকে। আবার কারো কারো অভিমত, নার্গিস ফাকরিকে এভাবে ব্যবহার না করলেই পারতো বিজ্ঞাপন সংস্থাটি। একই মোবাইলের বিজ্ঞাপন আরও ভালোভাবে দেওয়া যেত বলে মনে করছেন তারা।