Tue. Sep 23rd, 2025
Advertisements

67খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশে চরম দারিদ্র্য আর থাকবে না। দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়ে তোলার জন্যই আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।

তিনি বলেন, ‘আমাদের দেশে কোন মানুষ না খেয়ে নেই। অথচ আমেরিকায় অনেকে অফিস শেষে প্লেনে করে বাড়ি যান, আবার কেউ কেউ ডাস্টবিন থেকে খাবার তুলে খান।’

শিক্ষামন্ত্রী আজ বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একডেমি (নায়েম) ক্যাম্পাসে বিজয় দিবস উপলক্ষে ১৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
নায়েম’র মহাপরিচালক অধ্যাপক মো. হামিদুল হকের সভাপতিত্বে শিক্ষাসচিব সোহরাব হোসাইন, নায়েম’র কোর্স পরিচালক কুররাতুল আয়েন সফদার সভায় বক্তৃতা করেন।

শিক্ষার মূল লক্ষ্য জাতীয় লক্ষ্যের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্ম আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। নতুন প্রজন্মের সামনের সারিতে আছেন শিক্ষকরা। দেশটাকে এগিয়ে নিতে শিক্ষকরা বাকি সবাইকে প্রস্তুত করবেন।

তিনি বলেন, স্বাধীনতা অর্জন করা কঠিন, তার চেয়ে কঠিন ও জটিল স্বাধীনতার লক্ষ্য অর্জন করা। যারা লক্ষ্য অর্জন করতে পারবেন তারা আরও বেশি গৌরবান্বিত হবেন। এজন্য শিক্ষা পরিবারকে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উচ্চস্তরে তোলার জন্য সরকার আন্তরিক উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমি শিক্ষকদের পক্ষে, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের পক্ষে, শিক্ষকদের স্বার্থের পক্ষে। তারা (শিক্ষকরা) যেন সর্বোচ্চ পদে যেতে পারেন সে পথে যেতে, যা করার করবো।’

মন্ত্রী বলেন, সরকার গত ১৫ ডিসেম্বর অষ্টম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ করেছে। এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে সুযোগ-সুবিধা দিতে রোববার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা অন্যদের মতো সমান বেতন ও সুযোগ-সুবিধা পাবেন।