Tue. Sep 16th, 2025
Advertisements

1খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: পাকিস্তান সুপার লিগে বাংলাদেশ থেকে মোট ১০জন ক্রিকেটারকে রাখা হয়েছিল প্রাথমিকভাবে ডাকা খেলোয়াড়দের তালিকায়। ১৭১ বিদেশিসহ মোট ৩০৮জন ক্রিকেটার থেকে শুরু হয়েছে পিএসএলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া। ৩০৮ জনকে আবার ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। এই পাঁচ ক্যাটাগরি থেকেই ঠিক বিপিএলের আদলে লটারির মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হচ্ছে পিএসএলে।

সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটারি থেকে ৫টি ফ্রাঞ্চাইজি ৩জন করে খেলোয়াড় নিতে পারবে। এখান থেকে করাচি কিংসে খেলার সুযোগ পেয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে নেই বাংলাদেশের কোন ক্রিকেটার। গোল্ড ক্যাটাগরিতে রাখা হয়েছিল পাঁচজনকে। তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার এবং শাহরিয়ার নাফীসকে।

প্লেয়ার বাই চয়েসের প্রথম দিন শেষ হয়েছে গোল্ডেন ক্যাটাগরি পর্যন্ত খেলোয়াড় বাছাই প্রকিয়া। এখানে থাকা ৫ বাংলাদেশী ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন তামিম ইকবাল আর মুস্তাফিজুর রহমান। তামিমকে কিনে নিয়েছে পেশোয়ার জালমি। আর মুস্তাফিজ গেলেন লাহোর কালান্দারে। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ৫০ হাজার ডলার করে।

গোল্ডেন ক্যাটাগরির বাছাই শেষ হওয়ার মধ্য দিয়েই শেষ হলো প্রথম দিনের প্লেয়ার বাই চয়েস। সুতরাং, অবিক্রিতই থেকে গেলেন গোল্ডেন ক্যাটাগরিতে থাকা সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং শাহরিয়ার নাফীস। ক্যারিয়ারের শুরু থেকে মার-মার, কাট-কাট ব্যাটিং করলেও এবারের বিপিএলে ফ্লপ ছিলেন সৌম্য সরকার। একইভাবে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মুশফিকও। শাহরিয়ার নাফীস বিপিএলের শেষ দিকে কিছুটা নজর কাড়তে সক্ষম হলেও, সেটা পাকিস্তানি কর্মকর্তাদের জন্য যথেষ্ট নয়।

বিপিএলে প্রতিটি দল খেলোয়াড় বাছাই করতে পারবে ১৬জন করে। প্রথমদিন ৫ দল ৯জন করে মোট ৪৫জন ক্রিকেটার বাছাই করেছে। আরও ৭জন করে খেলোয়াড় বাছাই করতে পারবে তারা। এর মধ্যে সিলভার ক্যাটাগরি থেকে পাঁচজন এবং উদীয়মান ক্যাটাগরি থেকে ২জনকে অবশ্যই নিতে হবে। সুতরাং, সিলভার ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের এখনও দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের মুমিনুল হক, ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়।

তবে সৌম্য-মুশফিকদের সম্ভাবনা পুরোপুরি বাতিল হয়ে যায়নি। তারা ইচ্ছা করলে ১৬ জনের বাইরে আরও চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখতে পারবে। দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতেই পারা যাবে সেই চারজনকে দলে টানতে। তবুও কথা থাকে। ওই চারজন সহ প্রতিটি দলের খেলোয়াড় কেনা বাবদ ১১ লাখ ডলারের বেশি কোনভাবেই যেতে পারবে না কেউ।