Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: বহিষ্কৃতরা হলেন- চট্টগ্রামের চান্দনাইশ পৌর বিএনপির সভাপতি নূরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহীর চারঘাট পৌর বিএনপির সভাপতি কামরুদ্দিন সরকার, আড়ানি পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মাস্টার, নারায়ণগঞ্জের তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিজুল ইসলাম চৌধুরী ও টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন সজীব।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে তাদের জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
তবে দলের কয়েকজন নেতা জানিয়েছেন, পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ না করায় তাদেরকে ‘বিদ্রোহী’ হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি চট্টগ্রামের চন্দনাইশ ও কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা ২০ দলীয় জোটের দুই শরিক এলডিপি ও জাতীয় পার্টিকে (কাজী জাফর) ছেড়ে দিয়েছে। এলডিপি ছাতা প্রতীকে এবং জাতীয় পার্টি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৩টি পৌরসভায় ভোট হবে।