খোলা বাজার২৪, ২০ ডিসেম্বর ২০১৫ : স্বল্প খরচে প্রাকৃতিক উপায়ে শস্য হিমাগার নির্মাণ ও গবেষণায় খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ এম. মনজুর হোসেনের পৃষ্ঠপোষকতা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১৯ ডিসেম্বর, ২০১৫ শনিবার রাজশাহীতে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহাম্মদ খান এবং অধ্যাপক ড. এ. কে. এম. রফিউল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ডঃ আতিউর রহমানের উদ্যোগে ২০১৪ সালের ডিসেম্বর মাসে রাজশাহীতে প্রথমবারের মতো প্রাকৃতিক হিমাগার উদ্বোধন করা হয়। পরবর্তীতে যুগান্তকারী এ আবিস্কারটিকে আরো ফলপ্রসু এবং জনগনের জন্য সহজলভ্য করার লক্ষ্যে বিজ্ঞানী ডঃ এম. মনজুর হোসেনের গবেষণাকর্মে ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। নতুন গবেষণায় ডঃ এম. মনজুর হোসেন তার নির্মিত হিমাগারের মূল কাঠামোর ভেতরে ছোট ছোট কুঠুরির মাধ্যমে বিভিন্ন ফসল সংরক্ষণের বিভিন্ন আবহাওয়া তৈরি করবেন। যার ফলে কৃষকেরা তাদের প্রয়োজন অনুসারে ২-১০ টনের ফসল রাখার হিমাগার তৈরি করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মোঃ মগরেব আলী, জাপানের বিজ্ঞানী কেনজি সুজি, বিজ্ঞানী ও পরামর্শক ইঞ্জিনিয়ার হিদেকি তানাকা, কৃষিবিদ মোঃ শাহাদাত হোসেন, ডঃ সেলিম আহমেদসহ খ্যাতনামা বিজ্ঞানী, গণমাধ্যমকর্মী, এমএস ও পিএইচডি শিক্ষার্থী এবং কৃষকগণ উপস্থিত ছিলেন।