খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : চীনে বসবাসরত পশ্চিমা নাগরকিদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্কতা জারি করেছে বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাস। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস বলেছে, “বেইজিংয়ের স্যানলিটান এলাকায় ক্রিসমাস ডে’র আগে-পরে যেকোনো সময় পশ্চিমা নাগরিকদের ওপর হামলা হতে পারে বলে তথ্য পাওয়া গেছে।
ওই এলাকায় বসবাসরত মার্কিন নাগরিক ও সরকারি লোকজনকে উঁচুমাত্রায় সতর্ক থাকার জন্য বলা হয়েছে। ব্রিটিশ ও ফরাসি দূতাবাসও নিজ নিজ দেশের নাগরিকদের জন্য একই ধরনের সতর্কতা জারি করেছে। এরপর অস্ট্রেলিয়াও একই পথ অনুসরণ করে। এসব দূতাবাস তাদের নাগরিকদেরকে সানলিটান এলাকা এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছে।
তবে হামলার ধরণ সম্পর্কে বিবৃতিতে কোনো কিছু পরিষ্কার করে বলা হয় নি। পুলিশ এরইমধ্যে ওই এলাকায় তাদের উপস্থিতি জোরদার করেছে। সানলিটান এলাকায় বহু আন্তর্জাতিক মার্কেট ও নাইট ক্লাব রয়েছে। চীনের পাবলিক সিরিউরিটি ব্যুরো বলেছে, ক্রিসমাস উপলক্ষে শপিং সেন্টারগুলোতে ভিড়ের কারণে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে; মার্কিন দূতাবাসের বিবৃতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।