Thu. Sep 18th, 2025
Advertisements

18খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : রান্না মন পছন্দ হয়নি। সেই রাগে স্ত্রীর গায়ে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দিল স্বামী! রবিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। এই মুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বছর ৪০-এর ওই নারী। কাতেদান অঞ্চলের বাসিন্দা গৃহপরিচারিকা সুলোচনার স্বামী শঙ্কর রাও সি পেশায় দিন মজুর। পুলিশ সূত্রে খবর, রবিবার মদ্যপ অবস্থায় পাঁঠার মাংস কিনে বাড়ি ফেরে শঙ্কর। সুলোচনাকে রান্না করতে বলে সে। কথা মত রান্না করেও দেন সুলোচনা। রান্না ভাল হয়নি, খাওয়ার পর দাবি করে শঙ্কর। তার পরেই মারতে শুরু করে সুলোচনাকে।
তার পরে সুলোচনার গায়ে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় সে। সুলোচনার মা এবং মেয়ের ছোখের সামনেই ঘটনাটি ঘটে। তাঁরা আতঙ্কিত হয়ে চেঁচামিচি শুরু করে দেন। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে কোনও রকমে আগুন নেভান। সুলোচনাকে ভর্তি করা হয় ওসমানিয়া জেনেরাল হাসপাতালে। শঙ্করকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।